পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগষ্ট মাসের সর্বশেষ রেজুরেশন ।
সভা নং-১১ তাং-০৪/০৮/২০১৩
সভাঃ বিশেস সভা
স্থানঃ ইউ পরিষদ ভবন
সময়ঃ ১০:০০ ঘটিকা
উপস্থিত সদস্যগণের নাম /সহি পদবী
১। স্বাক্ষরিত মোঃ জাকির হোসেন চেয়ারম্যান
২। স্বাক্ষরিত শ্রীমতি ভারতী রাণী বিশ্বাস ইউ,পি সদস্যা
৩।স্বাক্ষরিত মোছাঃ লাকী বেগম ইউ,পি সদস্যা
৪। স্বাক্ষরিত রিক্তা রানী বিশ্বাস ইউ,পি সদস্যা
৫। স্বাক্ষরিত শ্যামল বিশ্বাস ইউ,পি সদস্য
৬। স্বাক্ষরিত মোঃ বদিয়ার রহমান ইউ,পি সদস্য
৭।স্বাক্ষরিত মোঃ নাজির হোসেন ইউ,পি সদস্য
৮। স্বাক্ষরিত মোঃ আঃ জব্বার ইউ,পি সদস্য
৯। স্বাক্ষরিত মোঃ মকবুল হোসেন ইউ,পি সদস্য
১০। স্বাক্ষরিত শ্রী অমলেন্দু বিশ্বাস ইউ,পি সদস্য
১১। স্বাক্ষরিত মোঃ মাসুদ পারভেজ রিপন ইউ,পি সদস্য
১২। স্বাক্ষরিত মোঃ শামছুর রহমান ইউ,পি সদস্য
১৩। স্বাক্ষরিত মোঃ সাহিদুজ্জামান(কাকন) ইউ,পি সদস্য
১৪। স্বাক্ষরিত মোঃ শাহাদৎ হোসেন উপ- সহঃ কৃষি কর্মকর্তা
১৫। স্বাক্ষরিত মোঃ মাহাবুবুর রহমান উপ-সহঃ কৃষি কর্মকর্তা
১৬।স্বাক্ষরিত মোঃ শাহাবুদ্দীন উপ-সহঃ কৃষি কর্মকর্তা
১৭।স্বাক্ষরিত মোঃ আনোয়ার হোসেন শিক্ষক প্রতিনিধি
১৮। স্বাক্ষরিত মোঃ জালাল উদ্দীন গণ্যমান্য ব্যক্তি
১৯।স্বাক্ষরিত মোঃ উসমান গণি ভি,ডি,পি সদস্য
২০।স্বাক্ষরিত মোঃ ওলিয়ার রহমান গণ্যমান্য ব্যক্তি
২১।স্বাক্ষরিত মোঃ নুর জামান (আলিফ) এন ,জি ও,প্রতিনিধি
২২।স্বাক্ষরিত মোঃ আসাদুজ্জামান ঈমাম প্রতিনিধি
২৩।স্বাক্ষরিত মোছাঃ রহিমা খাতুন দুঃস্থ মহিলা
২৪।স্বাক্ষরিত মোঃ জোবায়ের হোসেন এন, জি ও,প্রতিনিধি
২৫।স্বাক্ষরিত মোঃ রফি উদ্দীন সচিব ইউ,পরিষদ
সভার আলোচ্য বিষয়ঃ
১। পবিত্র ঈদুল ফিতর /২০১৩ উপলক্ষে বরাদ্ধকৃত ভি,জি,এফ তালিকা তৈয়ারী প্রসঙ্গে ।
২। বিবিধ ।
অদ্যকার সভার চেয়ারম্যান মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে সভার কাজ শুরু করা হইলো ।
১নং আলোচ্য সুচি আলোচনা কালে সভাপতি সাহেব প্রস্তাব করিলেন যে, উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বাঘারপাড়া স্বারক নং ৫১.০১.৪১০৯.০০০.১৯.০০১.১৩/৫২৯(৯) তাং ২৫/০৭/২০১৩ পত্র মোতাবেক অত্র দরাজহাট ইউনিয়নে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে বিতরণের জন্য মোট =১,৩২৫ খানা ভি,জি,এফ কার্ডের বরাদ্ধ পাওয়া গিয়াছে । উত্ত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সভার উপস্থিত ভিজিএফ কমিটির সদস্যগণকে লইয়া কার্ড বিতরণের নীতিমালার আলোকে বিস্তারিত আলাপ আলোচনার পর গরীব দুঃস্থ লোক বাছাই পূর্বক বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধি ভাতা ভোগী ও একই পরিবারে একাধিক ভি জি এফ কার্ড যাহাতে না পায় সে দিকে লক্ষ রেখে তালিকা তৈয়ারি করিবার জন্য উপস্থিত সকল কে পরামর্শ প্রদান করা হইল । উক্ত প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সভায় উপস্থিত সদস্যগণ বিস্তারিত আলাপ আলোচনার পর সদস্য মোঃ মাসুদ পারভেজ রিপন এর সমর্থনে সভায় সর্ব-সম্মতিক্রমে গৃহীত ও মুন্জুরীত হইল এবং চুড়ান্ত অনুমোদনের জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ জানানো হইল ।
অতঃপর, সভাপতি সাহেব উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার কার্য শেষ করিলেন ।
সভাপতি
মোঃ জাকির হোসেন
চেয়ারম্যান
৭নং দরাজহাট ইউনিয়ন পরিষদ
বাঘারপাড়া, যশোর ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস