Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ।
বিস্তারিত

কেবল দরাজহাট ইউনিয়ন বাঘারপাড়া উপজেলাধীন এই শতকের মডেল ইউনিয়ন। চিত্রা ও বুড়ি ভৈরব পাড়ের বিস্তৃত জনপদ নিয়ে এই ইউনিয়ন গঠিত । বাঘারপাড়া উপজেলা থেকে মাত্র ৩ কিঃ মিঃ পচ্শিমে অবস্থিত ।বিখ্যাত শেরশাহ সড়ক এই ইউনিয়নের জনপদের বুকচিরে চলে গেছে ।১৯৭৬ সালের ২০শে জুন প্রথম চেয়ারম্যান জনাব মোঃ মহশীন আলী তরফদার এর নেতৃত্ত্বে  স্থাপিত হয়।

দরাজহাট ইউনিয়নের ভৌগলিক অবস্থান: উত্তর অক্ষাংশের ২৩°২৯' এবং ২৩°৪২' এর মধ্যে ৯০°৫৯' এবং ৯১°০৫' দ্রাঘিমাংশের মধ্যে। এ ইউনিয়নের উত্তরে রায়পুর ইউনিয়ন, পূর্বে দোহাকুলা ইউনিয়ন, দক্ষিণে বাসুয়াড়ী ইউনিয়ন, পশ্চিমে যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন অবস্থিত।

জেলা সদর হতে দূরত্ব ১৩ কিঃমিঃ ।