Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
দরাজহাট ইউনিয়ন পরিষদের ১, ২, ও ৬ নং ওয়ার্ড এর জন্য অস্থায়ী নিমিত্তে প্রকৃত দরাজহাট ইউনিয়ন পরিষদের ১, ২, ও ৬ নং ওয়ার্ড এর স্থায়ী নাগরিকদের হইতে দরখাস্ত আহবান করা যাচ্ছে G
বিস্তারিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

৭নং দরাজহাট ইউনিয়ন পরিষদ কার্য্যলয়

বাঘারপাড়া, যশোর ।

Web site: www.darajhatup.jessore.gov.bd

 

   স্মারক নং- দরাজ/ইউপি/মনিবি/৪৩(৮)/২০১৪                                                                                                                                          তারিখ-০৯/০৯/২০১৪

 

মহল্লাদার নিয়োগ বিজ্ঞপ্তি

 

৭নং দরাজহাট ইউনিয়ন পরিষদের ১, ২, ও ৬ নং ওয়ার্ড এর জন্য অস্থায়ী নিমিত্তে প্রকৃত দরাজহাট ইউনিয়ন পরিষদের ১, ২, ও ৬ নং ওয়ার্ড এর স্থায়ী নাগরিকদের হইতে দরখাস্ত আহবান করা যাচ্ছেঃ

 

ক্রঃনং

পদের নাম

ওয়ার্ড ভিত্তিক পদের সংখ্যা

বেতন স্কেল

শিক্ষাগত যোগ্যতা

যে সকল ওয়ার্ডের প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই ।

গ্রাম পুলিশ/ মহল্লাদার

১ জন (ওয়ার্ড ভিত্তিক মোট ৩ জন)

১,৯০০/-

অষ্টম শ্রেণী পাশ/ এস.এস,সি পাশ হইলে অগ্রাধিকার দেওয়া হইবে ।

ইউনিয়নের ৩, ৪, ৫, ৭, ৮, ও ৯ নং ওয়ার্ডের কোন প্রাথীর আবেদন করার প্রয়োজন নেই ।

 

নিয়োগের শর্তাবলীঃ

 

১। প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ (জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন অনুযায়ী ২৫/০৯/২০১৪ ইং 

    তারিখ, জাতীয়তা, ধর্ম, প্রার্থীর স্থায়ী ও বর্তমান ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা । প্রাথীর আবেদনের ঠিকানাঃ-  চেয়ারম্যান,

     ৭নং দরাজহাট ইউনিয়ন পরিষদ, বাঘারপাড়া, যশোর , এর বরাবর প্রেরণ করতে হবে ।

 

২। প্রার্থীর বয়সসীমা আগামী ২৫/০৯/২০১৪ তারিখে ১৮ থেকে ২৫ বছর হতে হবে । প্রার্থীর বয়স কোন প্রকার এফিডেভিড

    গ্রহণযোগ্য নহে ।

 

৩। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, নাগরিক সনদ, চারিত্রিক সনদ, সদ্য তোলা ৪কপি পাসপোর্ট সাইজের ছবি , জাতীয়

    পরিচয় পত্র / জন্ম নিবন্ধন সনদ সহ সকল কাগজপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করতে হবে ।

 

৪। প্রার্থীর শারীরিক উচ্চতা কমপক্ষে ৫’-৪” হতে হবে এবং সুঠাম ও সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে ।

 

৫। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর সকল সনদ পত্রের মূলকপি সংগে আনতে হবে । কোন প্রকার ত্রুটিপূর্ণ দেখা দিলে প্রার্থীর

   আবেদন বাতিল বলে গণ্য হবে ।

 

৬। দরখাস্ত বা আবেদন পত্র গ্রহণের শেষ তারিখ ইং- ২৫/০৯/২০১৪ অফিস চলাকালীন সময় সচিব, দরাজহাট ইউনিয়ন পরিষদ,  

     বাঘারপাড়া, যশোর  এর নিকট দাখিল করতে হবে  । উক্ত তারিখ ও সময়ের পর কোন আবেদন গ্রহণ করা হবে না ।

 

৭। প্রার্থী বাছাই এর ক্ষেত্রে সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী কর্তৃপক্ষ যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে ।

 

৮। প্রার্থীকে অবশ্যই নিজ হস্তে দরখাস্ত লিখতে হবে ।

 

                                                                                                                                                                                     স্বাক্ষরিত

                                                                                                                                         (মোঃ জাকির হোসেন)

                                                                                                                                        চেয়ারম্যান

                                                                                                                                           ৭নং দরাজহাট ইউনিয়ন পরিষদ

                                                                                                                                              বাঘারপাড়া, যশোর ।

                                                                                                                                          মোবাইলঃ- ০১৭১১-৯৪৪৮২৮

 
 
ডাউনলোড
ছবি
প্রকাশের তারিখ
11/09/2014