Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

দরাজহাট ইউনিয়নের ইতিহাস

দরাজহাট ইউনিয়ন একটি ঐতিহ্য পূর্ণ ইউনিয়ন । এই ইউনিয়নের পাশ তিদয়া বয়ে গিয়াছে বুড়ি বৈরব নদী । আরও রয়েছে ঐতিহ্যবাহী জলেস্বর বিল । যে বিলে প্রচুর পরিমানে খাদ্য শস্য ধান জন্মে । মোট ১৯টি গ্রাম রয়েছে যা হলো পাইকপাড়া, কড়াইতলা, বাঘারপাড়া, মহিরণ, লক্ষীপুর, হাবুল্যা, পুকুরিয়া, শুকদেবপুর, আল্লাইপুর, কালিকাপুর, লক্ষীনারায়নপুর, গড়, পারকুল, বুধোপুর, ছাতিয়ানতলা, দরাজহাট, বলরামপুর, সৈয়দ মাহমুদপুর, দাঁদপুর । রয়েছে ইতিহাস বিখ্যাত সড়ক শেরশাহ সড়ক যাহা ইউনিয়নের বুকচিরে বয়ে গিয়াছে ।